
কক্সবাজারে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। শিশু দুটির নাম,মিতু আক্তার (৫) ও সাফিন (৬)।
কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম সংবাদমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন,কুমিল্লা জেলার কোতোয়ালি থানা এলাকার ছোট্ট শিশু মিতু আকতার (৫) বাবা মায়ের সাথে সকাল সাড়ে ১০টার দিকে ঘুরতে এসে সুগন্ধা বীচ এলাকায় হারিয়ে যায়। দিশেহারা হয়ে বাবা-মা সাহায্যের জন্য ছুটে আসেন দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের কাছে। তৎক্ষণাৎ সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের এক চৌকস টিম বীচে নেমে অনেক খোজাখুজি করে উদ্ধার করে শিশু মিতুকে।
একই দিন বিকালে বীচে হারিয়ে যাওয়া শিশু সাফিন (৬) কেও খুজে উদ্ধার করে তার বাবা-মায়ের নিকট বুঝিয়ে দেয়া হয়।
এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে,মিতু এবং সাফিনকে তাদের বাবামায়ের কাছে দিতে পারে আমরা অত্যন্ত আনন্দিত। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
ডিআই/এসকে