ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

মহিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মোঃ আল আমিন হাওলাদারের বিরুদ্ধে স্ত্রী জুঁইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে জুই’র মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে ওই এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। জুই কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার আবু সালেহ তালুকদারের মেয়ে। আল আমিন হাওলাদার মহিপুর বাজারের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।ভুক্তভোগী জুই বলেন, তার সাথে বড় ধরনের প্রতারনা করেন স্বামী আল আমিন হাওলাদার। বিয়ের পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন জুইকে নিয়ে কুয়াকাটা ভ্রমনে গিয়ে তাকে রেখে পালিয়ে যায় আল আমিন। এ বিষয় নিয়ে একটি ধ্বর্ষন মামলা দায়ের করা হলে দেড় বছর পরে আদালতের মাধ্যমে তাদের বিবাহ হয়। আড়াই বছর সংসার করার পরে মামলা উঠিয়ে ফেলে জুই। এর পরেই শুরু হয় তার সাথে অমানুষিক নির্যাতন। মারধর সহ সকল প্রকার অত্যাচার করা হয় তার সাথে। পরে বারবার তার সাথে করা হয় প্রতারনা। পরবর্তীতে কুয়াকাটা পাঞ্জুপাড়া এলাকায় শাহজাহান হাজীর বাসায় ভাড়া থাকেন তারা। সেখানে গত মঙ্গলবার রাতে আল আমিন হাওলাদার এবং তার মামা ও খালাতো ভাই মিলে তার উপর নির্যাতন শুরু করে। খবর পেয়ে তার মা লিপি বেগম গেলে তাদের কে গভীর রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তিনি এর সুষ্ঠ বিচারের দাবি জানান।অভিযুক্ত মোঃ আল আমিন হাওলাদার’র মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করারা চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।এ ব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ