
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গ্যাস সিলিন্ডার লিকেজের মাধ্যমে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসায়ীর গুদামঘর ভস্মীভ‚ত হয়। এতে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পীর ৪টি গুদাম ঘর, ১টি পিকআপ গাড়ী, ১টি মোটরসাইকেল সহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে এবং আরমান মিয়া (৩০) নামে একজন পিকআপ গাড়ী চালক গুরুতর আহত হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) সাড়ে ১১ ঘটিকার সময় নান্দাইল উপজেলা সদরের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বাপ্পীর গ্যাস সিলিন্ডারের গুদাম ঘরে এ অগ্নিকান্ড ঘটে। জানাগেছে, উক্ত গুদাম ঘর হইতে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে একটি পিকআপে গ্যাস সিলিন্ডার উঠিয়ে পিক-আপটি স্টার্ট দেওয়া মাত্রই কোন একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পি পিকআপ গাড়ী থেকে দ্রুত নিরাপদে নেমে যান। কিন্তু পিকআপ গাড়ীর ড্রাইভার আরমান মিয়া গাড়ি হইতে নামার সময় শরীরে আগুনের তাপ লাগার ফলে আহত হন। পরে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ এবং নান্দাইল ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে জনসাধারণের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে সবকিছু পুড়ে ভস্মীভ‚ত হয়ে যায়।ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক বাপ্পী ঈশরগঞ্জ উপজেলার মুধুপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। সে নান্দাইল উপজেলার সদরের মেজাবাহ উদ্দিন ওরফে হারুন অর রশিদের ৪ বিশিষ্ট টিনের একচালা গুদাম ভাড়া নিয়ে গ্যাস সিলিন্ডারের
ব্যবসা পরিচালনা করতেন।নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম অগ্নিকান্ড ও ক্ষয়-ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।