
রাজধানীর উত্তরায় রিকশা চুরির অপবাদে অপহৃত এক দারোয়ানকে তুরাগ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে অপহরণে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মো.মোকসেদ আলী (৩৬),মো. খায়রুল,মো.রুবেল,মো.রায়হান (১৯)।
রবিবার রাতে তুরাগ থানাধীন যাত্রাবাড়ী থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এসময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরের লেক ড্রাইভ রোডের ৭৭ নম্বর বাসার দাড়োয়ান নবীর হোসেন (৩৬) রবিবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্জ করে বাসায় ফেরার পথে আসামি মো.খায়রুল তাকে বলে ‘তুই আমার রিকশা চুরি করেছিস’। তখন ভিকটিম নবীর হোসেন আসামিকে জানায়,সে রিকশা চুরি করেনি এবং সে বাসায় দাড়োয়ানের কাজ করে বলে বাসায় চলে আসে। তার কিছুক্ষণ পর মো.মোকসেদ আলীসহ অজ্ঞাতনামা দুজন আসামি একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে বাসার সামনে আসে এবং ভিকটিমকে টানা হেছড়া কেরে গাড়িতে উঠায়। এরপর তাকে তুরাগ থানাধীন যাত্রাবাড়ী এলাকায় আলিফের বাড়িতে আটকে রাখে এবং রিকশা ফেরত দেওয়ার জন্য এলোপাথাড়ি মারপিট করতে থাকে।’
ওসি জানান,এ ঘটনা ভিকটিমের বাড়ির মালিক থানায় জানালে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করে এবং জড়িতদের গ্রেফতার করে। এছাড়া অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।’
ওসি হাফিজুর রহমান হাফিজ আরও জানান, ‘এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’
ডিআই/এসকে