
সাম্প্রতিক বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুই সপ্তাহ যাবত বন্যার্তরা ক্ষতির কারণে মানবেতর জীবন যাপন করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি বেসরকারি ও বিভিন্ন দলীয় সহ স্থানীয় বিভিন্ন সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি ঝিনাইগাতী উপজেলার স্থানীয় সংগঠন শিকড়।
উপজেলা ৭টি ইউনিয়নের ২শত ঘর বাড়ি বিধ্বস্ত অসহায় পরিবারের প্রত্যেকের মাঝে ২ হাজার করে নগদ অর্থ প্রদান করেন। যাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে মাথা গোঁজার ঠাঁই করতে পারে। আজ দুপুর থেকে ৭টি ইউনিয়নে ঘর-বাড়ি বিধ্বস্ত প্রত্যাকের তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই নগদ অর্থ তুলে দেন শিকড় সংগঠন। এই অর্থ সহায়তার সময় উপস্থিত ছিলেন শিকড় সংগঠনের স্থায়ী সদস্য ৩ বারের সংসদ সদস্য ও শেরপুর জেলার বিএনপির সভাপতি মাহমুদুল হক রূবেল। উক্ত সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল (সহকারি শিক্ষা অফিসার) সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আমিন মুক্তা, সমাজ কল্যান সম্পাদক ডাঃ আব্দুল করিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সহ উক্ত সংগঠনে আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত শিকড় সংগঠনটি উপজেলার মানব কল্যানে সর্বদাই নানামুখী কার্যক্রম করে থাকে। প্রকাশ থাকে যে, সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতির ফলে হতাশার মধ্যে দিনাতিপাত করছে। অত্র ঝিনাইগাতীর বন্যার্তদের ক্ষয় ক্ষতির পরিমাণ এত বেশি যে এই ধরনের ক্ষতির হাত থেকে সহজে উঠে দাঁড়াতে পারবেনা অর্ধেক পরিবার। তাই সরকারি সহায়তা ও পুনর্বাসন করা অত্যান্ত জরুরি প্রয়োজন বলে বিজ্ঞমহল মনে করে।