
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার সমর্থনে ও চলমান অবরোধ, হরতাল, নৈরাজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করেন ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী জহিরুল আলম। মিছিলটি নগরীর ফইল্লাতলী বাজার হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় পোল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের সম্মুখে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হাজী জহিরুল আলম বলেন বাংলাদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। জাতি হিসেবে আমরা সৌভাগ্যবান। দেশের শাসন ক্ষমতায় আসার পর থেকে তিনি বাঙ্গালী জাতিকে উপহার দিয়েছেন পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেসওয়ে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার রেল পথ সম্প্রসারণ, ৪ লাইন সড়ক উন্নয়ন সহ একাধিক মেগা প্রজেক্ট।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কে সাজাবেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এটি অন্য কারো পক্ষে সম্ভব নয়, কারণ এখানে স্বদেশ প্রেমের একটি বিষয় খুবই নিবিড় ভাবে জড়িয়ে আছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে বিশ্ব মানচিত্রে আমরা আমাদের দেশকে উন্নয়নশীল হতে উন্নত দেশে পরিণত করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। সন্ত্রাস, অবরোধ, হরতাল দিয়ে কখনোই একটি দেশের উন্নয়ন হয় না। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা যার যার অবস্থান হতে এই সব দেশ বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়নকে বেগবান করতে হবে।