
সাইফুল আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় সুন্দরগঞ্জেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার ছিলো নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
হোয়াটসএ্যাপ গ্রুপ, কমিউনিটি এলার্ট ম্যাকানিজম সার্ভিসে যুক্ত করে স্মার্ট আনসার ভিডিপি সদস্য দ্বারা সরাসরি পূজা মন্ডপ থেকে গুগলমিটের মাধ্যমে নিবিড়পর্যবেক্ষণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব গোলাম রব্বানী মিয়া। জানতে চাইলে গোলাম রব্বানী মিয়া বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ছিলো, ছিলো বিকল্প আলোর ব্যবস্হা। নিরস্ত্র আনসার বাহিনি নিরলসভাবে কাজ করছে আনসার বাহিনি।
সুন্দরভাবে পূজা উৎসব সম্পন্ন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে পূজা উৎযাপন পরিষদ।
দেবীর বিদায়ে ভক্তদের মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া। মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে গেছেন দেবী দুর্গা। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অশুভ শক্তি, করে যাবেন আশির্বাদ-এমন প্রত্যাশা ভক্তদের।