ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

আশুগঞ্জের সনাতনীরা দুঃখ ভুলে রঙ্গিন মুখে মকে বিদায় জানালেন ভক্তরা

জহির সিকদার,আশুগঞ্জ ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ দেবী দুর্গা আজ কৈলাশে ফিরে যাবেন। তাই ভক্তদের মনে দুঃখ। তবে তাদের
দুঃখ লাঘব করতে আগামী বছর আবার আসবেন দুর্গা। দেবীর বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং হাসিমুখে বিদায় জানানঁর জন্যে ভক্তরা মত্ত রয়েছেন সিদুর খেলায়। রোববার আশুগঞ্জ শ্রকল্যান কেন্দ্রের পুজা মন্ডপে ভক্তরা মেতে উঠেন সিঁদুর খেলায়। একই দিনে তিথি থাকায় দশমীর পুজা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে। দুর্গাপুজায় সবশেষ রীতিটি হচ্ছে “দেবী বরন”। এটি শুরু হয় বিবাহিত নারীদের মাধ্যমে। বিবাহিত নারীরা সিঁদুর,পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিদুর ছোয়ানোর পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন।তারা এই সিঁদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। দেবীকে নিয়ে যাওয়ার আগে সিথিতে সিঁদুর মাখানোর পর আঙ্গুলে লেহে থাকা বাকি সিঁদুরটুকু তারা একে-অপরের মুখে মাখেন। এই সিঁদুর মাখার রিতি অনেক সময় দশমী ঘরে পালন করা হলেও অনেকেই আবার নিজেদের ঘরে খেলে থাকেন। মুখ রঙ্হিন করে হাসিমুখে মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে -অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেন,না-গান করেন, যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে। স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা নিজ কপালে সিঁদুর লাগান এবং সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে দেবীর চরণ স্পর্শ করে থাকেন। তারপর সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখেন। দুর্গা আবার আগামী বছর সঙ্গে করে শাঁখা,সিঁদুর নিয়ে আসবেন এবং সেই শাঁখা সিঁদুর ধারন করেই স্বামীর মঙ্গল হবে,এই বিশ্বাসেই ভক্তরা সিঁদুর নিয়ে দশমী উৎযাপন করেন। এই উৎসবের নামই সিঁদুর খেলা। এই সিঁদুর খেলা বিবাহিত নারীর জন্য সীমাবদ্ব থাকলেও সবাই মন্ডপে ভীড় করেন,নেচে- গেয়ে অংশ নেন।অবিবাহিতরা গালে আর হাতে মাখেন সিঁদুর,।মায়ের চরনে সিঁদুর নিতে আসা সুপ্রিয়া দেবনাথ বলেন,বিয়ে ছাড়া মাথায় সিঁদুর দেওয়া যায়না। আমাদের একদিন বিয়ে হবে,তখন ভাল স্বামীএবং সুখের সংসারের কামনায় আমরা আমরা সিঁদুর খেলায় আসি। বিয়ে হলে আমরাও সিথিতে সিঁদুরপড়বো সিঁদুর খেলতে আসা অপর এক নারী পূজা সাহা বলেন,স্বামীর মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করি।তার পায়ে সিঁদুর ছুঁয়ে দিয়ে তার কিছুটাতার কিছুটা সিথিতে লাগালে সংসারে মঙ্গল হয়।মহালয়া থেকে দেবী দুর্গার মর্ত্যালোকে আসার ঘন্টা বাজে।ষষ্ঠিতে তিনি ভক্তদের মাঝে অধিষ্ঠিত হন। আর দশমীতে তিনি কৈলাশ চলে যান। শনিবা বিজয়া দশমীর পুজা শেষ হলেওআজ(সোমবার) হবে প্রতিমা বিসর্জন।দুর্গা মায়ের বিদায়ের দিন। ঘোড়ায় চড়ে দেবী দুর্গা ফিরে যাবেন।দুপুর তিনটায় শ্রমকল্যান কেন্দ্র থেকে করা হবে শোভাযাত্রা এবং নৌকা যোগে দেবীকে চরসোনারমপুরে নিয়ে গিয়ে মেঘনা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ বছর জেলায় মোট ৫২২ টি পুজা মন্ডপে পুজা উৎযাপন করা হয়েছে।উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় সবহুলো মন্ডপে একই রকম চিত্রের খবর পাওয়া গেছে।

শেয়ার করুনঃ