
নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে জমি থেকে জোরপূর্বকভাবে নারিকেল, সুপারি ও বসত ঘর, রান্নার ঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং মারধর করার অভিযোগ করেছে রুবি আক্তার নামের গৃহবধূ ।
রুবি আক্তার উপজেলার ০৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আবু ছায়েদের স্ত্রী। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযুক্তরা হলেন মাহাবুব হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ আহম্মদ ও আব্দুর রহমান। অভিযুক্ত সবাই একই একই ওয়ার্ডের একই বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী রুবি আক্তার বলেন, আমাদের দখলে থাকা জমি থেকে জোরপূর্বকভাবে নারিকেল ও সুপারি নিয়ে যায়। তখন আমি বাধা প্রদান করলে আমাকে মারধর করে আমার শ্লীলতাহানী করার চেষ্টা করে। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ বৈঠক হয়। কিন্তু তারা বৈঠক অমান্য করে, এ ঘটনার পর আমরা আদালতে মামলা দায়ের করি। পরে গত শুক্রবারে দুপুরের দিকে তারা উশৃঙ্খল লোকজন নিয়ে সঙ্ঘবদ্ধভাবে আমাদের সম্পত্তি হইতে আমার বসত ঘর, রান্নার ঘর এবং একটি লাকড়ীর ঘর উচ্ছেদ করে নিয়ে যেতে বলে। তখন আমি তাদেরকে কেন ঘর সরিয়ে নিতে হবে জানতে চাইলে আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দিয়ে আমার বুকে পিটে লাথি দিতে থাকে। এতে করে আমার শরীরের বিভিন্নস্থানে মারাত্মক বেদনাদায়ক জখম হয় এবং আমার সম্পত্তিতে থাকা রান্নার ঘর, লাকড়ীর ঘর ভেঙ্গে দিয়েছে, ৮ আনার একটি স্বর্ণের চেইন, পানের বরজের লতা বিক্রয় করা ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আশ পাশের মানুষ আমাকে উদ্ধার করে। আমি এখন ও নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি ঘটনার বিচার দাবি করছি।
রুবি আক্তারের স্বামী আবু ছায়েদ বলেন, তাদের সাথে আমাদের পূর্ব থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে তারা আমাদের কাছে কোন জমি পাবে না এরপরও আমাদের জমি দখলের চেষ্টা করছে। গত শুক্রবার আমি মসজিদে নামাজ পড়তে চলে যায় এসময় আমার অনুপস্থিতিতে আমার গৃহবধূর উপর হামলা চালায়, আমার ঘরবাড়ি ভাঙচুর করে নগদ অর্থ এবং স্বর্ণের একটি চেইন নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি।
অভিযুক্ত মাহবুব বলেন, আমি এই গঠনার সাথে জড়িত নয়, তারা নিজের ঘরবাড়ি নিজেরাই ভাঙচুর করে এখন আমাদের উপর দোষী করার চেষ্টা করছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, এ বিষয়ে থানা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।