
বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানাতে আসেন, মোরেলগঞ্জ এর কৃতি সন্তান ,,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
বিকেলে মোরেলগঞ্জের গুলিশাখালী বাজার সংলগ্ন শহীদ মাহফুজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও শহীদ মাহফুজের বাবা ও, শহীদ পরিবারের সদস্যদের পাশে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষানুরাগী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলার সুদিজনদের নিয়ে সমবেদনা জানাতে
শহীদ মাহফুজুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ সময় শহীদ মাহফুজুর রহমানের বাবা মো. আব্দুল মান্নান ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বি এম ওবায়দুল ইসলাম শহীদ মাহফুজের বাবাকে বুকে টেনে নিয়ে সান্তনা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মিরপুর আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন।
অপরদিকে মোরেলগঞ্জ আজ সন্ধ্যায় রওশনআরা কলেজ হলরুমে মোরেলগঞ্জে এর কৃতি সন্তান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত ভিসি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠান গন এবং শিক্ষা নুরোগী ও স্থানীয় সুধীজনের সাথে একr মতবিনিমা সভা করেন।