
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল সাবেক পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,বাংলাদেশের সব নাগরিক মুসলিম,হিন্দু,বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করবে।
হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তার জন্য বিএনপির নেতাকর্মীরা পূজা মন্ডপ পাহারা দিয়ে আসছেন।
সকল ধর্মের উৎসব সমানভাবে উদযাপনের ক্ষেত্রে সহযোগীতার হাত সব সময় অব্যাহত থাকবে। আপনাদের যে কোন সমস্যায় আমাদের দল সব সময় পাশে আছে এবং থাকবে। এ সময় তিনি প্রতিটি মন্ডপে ব্যক্তিগত ভাবে অনুদান প্রদান করেন।
উল্লেখ্য,এবার উপজেলায় ১৪টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার,সাবেক নদনা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন,সাবেক মেম্বার আনোয়ার হোসেন সুমন,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,সাবেক ইউনিয়ন সভাপতি এডভোকেট সেলিম সাহি,সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন,সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ইব্রাহিম,ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম জামশেদ,যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম,সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইউসুফ,সাধারণ সম্পাদক মাসুদ,সাবেক ছাত্রদল সভাপতি হারুনুর রশিদ তুহিন,ছাত্রদল সভাপতি আরাফাত ইসলাম নজরুল,ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সুজন, সালাউদ্দিন সালু,শাজাহান সাজু,বেলাল হোসেন,প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।