
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নান্দাইল উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা নান্দাইলের আয়োজনে এ দিবসটি পালিত হয়। রোববার (১৩ অক্টোবর) দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব প্রমুখ।