কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। কলাপাড়া রেড ক্রিসেন্টের মাঠ কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা এ মহড়ায় অংশ নেয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান ও কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বক্তব্য রাখেন।