
নাাহতাব উদ্দিন আল আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ্অসুস্থ গরুর মাংস বিক্রি করার প্রস্তুতি নেওয়ার ্অপরাধে ২ মাংস ব্যবসায়ীর নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ১২ ্অক্টোবর রবিবার দুপুর ১২টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের
বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রফিকুল ইসলাম এ জরিমানা আদায় করেন। ঘোড়াঘাট উপজেলার মগলিশপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র সুমন মিয়ার ১০ হাজার টাকা ও ঘোড়াঘাট পৌরসভার রাজবাড়ী এলাকার মাংস ব্যবসায়ী সাদ্দাম হোসেনের নিকট থেকে ১০ হাজার টাকা করে আদায় করে আদালত।মাংস ব্যবসায়ী সাদ্দাম হোসেন ও সুমন
মিয়া উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাট গ্রামের সাইফুল ইসলামের একটি রুগ্ন ্অসুস্থ গরু স্বল্প মুল্যে ক্রয় করেন। গরুটি জবাই করে বিক্রি করার উদ্দেশ্যে ঘোড়াঘাট বাগেরহাটে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোক জন বৈদর এলাকায় জবাই করা
গরুর মাংস সহ ২ জনকে আটক রেখে সংশ্লিষ্ট ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনকে ্অবগত করেন।
ইউপি চেয়ারম্যান ২ জনকে ইউনিয়ন পরিষদে আটক রেখে বিষয়টি উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রফিকুল ইসলামকে ্অবগত করেন। ভ্রাম্যমান আদালেতের বিচারক উপজেলা নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদাল পরিচালনা করে তাদেরকে দোষী সাব্যস্ত করে
প্রত্যেকের নিকট থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী ্অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ ্অফিস থেকে ্অনুমতি না নিয়েই
্অসুস্থ গরু জবাই করে তারা মাংস বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং মাংসগুলো
মাটিতে পুঁতে ফেলা হয়েছে।