
“অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা,র্যালী ও ভূমিকম্প- অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানের সার্বিক সঞ্চালনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ের রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুদুর রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ, বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এ সময় বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অরোও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, ভারী বর্ষণ,বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করেন।