
ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ( আই ডি ইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও পটুয়াখালীর লোহালিয়া ইউপির সন্তান মোঃ জসিম সিকদার রানা সাংবাদিক সম্মেলন করেছেন। ১৩ অক্টোবর বেলা ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবে তার এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করে জানান ২০১৪ সালে কুয়াকাটা এলাকায় লতাচাপলী মৌজায় মোঃ সাইদুর রহমান গংদের নিকট থেকে বায়না মূলে ৭৪,৪০০০০ টাকায় একতলা ভবন সহ সাড়ে ১৫ শতাংশ জমি ক্রয় করেন তিনি। এরপর নানা কারনে তৎকালীন সময়ে উক্ত এলাকার সম্পত্তির কবলা দলিল সম্পাদনে সরকারি পারমিশনের জন্য সে আবেদন করেন। এ পারমিশন পাইতে দেরী হওয়ায় তার জমির উপর কু নজর পড়ে খায়ের মোল্লার। তার পরে তিনি খায়ের মোল্লা ও বিরোধী দলীয় রাজনীতিবীদ হওয়ায় রাজনৈতিক কারণে উক্ত জমি ও স্হাপনায় কোন কিছুই করিতে পারেন নি।
এদিকে গত ৯ তারিখ খায়ের মোল্লা তার বিরুদ্ধে তাকে জড়িয়ে ঢাকায় নাকি সংবাদ সম্মেলন করেছেন তাও তিনি এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন। এছাড়াও তিনি এসময় আরও সাংবাদিকদের জানান খায়ের মোল্লা তাকে এখন হুমকি ধামকি অব্যহত রেখেছেন। তার এ সাংবাদিক সম্মেলনে এসময় উক্ত জমিদাতা,তার আত্মীয় স্বজন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: উক্ত সাংবাদিক সম্মেলন চলাকালে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মোঃ জসিম সিকদার রানা জানিয়েছেন তিনি ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক আহবায়ক ছিলেন।