
হাতিয়া উপজেলা প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ গন অধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই অক্টোবর শনিবার বিকেল চারটার দিকে হাতিয়ার প্রধান শহর ওছখালী নিউমার্কেটের ৩য় তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় গন অধিকার পরিষদের হাতিয়া শাখার সহ সভাপতি মোঃ তামজিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদ্ভোদক: বিপ্লব উদ্দিন, সাবেক সেক্রেটারি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর। সাইফুল ইসলাম সোহাগ, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ,হাতিয়া উপজেলা।ফরহাদ উদ্দিন,সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক,যুব অধিকার পরিষদ। আযহার উদ্দিন যুগ্ম আহ্বায়ক, গণ অধিকার পরিষদ, নোয়াখালী জেলা।নেয়ামত উল্লাহ নিরব, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ,হাতিয়া উপজেলা।তামজিদ উদ্দিন, সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ,হাতিয়া উপজেলা।শাহরাজ, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ,সোহরাওয়ার্দী কলেজ।বিপ্লব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর। সংগঠক, হাতিয়া উপজেলা,আব্দুর জাহের,উচ্চতর পরিষদের সদস্য, গণঅধিকার পরিষদ আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য, গণঅধিকার পরিষদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ে ছাত্রজনতার গণ অভ্যুত্থনের সাফল্যের পিছনে যে শক্তি যুগিয়েছে তা হলো বাংলাদেশের গন অধিকার পরিষদ।তারা বলেন, দেশ এখন স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতাকে অবশ্যই ধরে রেখে দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে হবে।