ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার

কলাপাড়ায় দশমীবিহীত পূজা ও দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গা পূজার আনুষ্ঠানিকতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :দশমীবিহীত পূজা ও দর্পন বিসর্জন মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ হয়েছে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। শনিবার সকাল নয়টায় এ উপজেলার ১৪ টি পূজা মন্ডপে দূর্গোৎসবের এ আনুষ্ঠানিকতা শেষ হয়। এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুজা মন্ডপ। এর আগে গতকাল রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচে গানে মেতে ওঠে যুবক যুবতীসহ হিন্দু ধর্মালম্বীরা। তবে তাদের হৃদয়ে ছিলো বিষাদের সুর। রাতের মধ্যে জেলার সকল মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।সরেজমিনে উপজেলার পূজা মন্ডপগুলোতে শুক্রবার রাতে গিয়ে দেখা গেছে বিপুল উৎসাহ ও আনন্দ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীও এ উৎসবে যোগ দিয়েছেন। চিংগড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে গিয়ে দেখা গেছে খুলনা থেকে আসা আকাশ ব্যান্ডের সদস্যরা হাজার হাজার দর্শকদের সামনে নাচে গানে মাতিয়ে রেখেছিলেন মন্দির প্রাঙ্গণ। একের পর এক রিকয়েষ্ট এবং পরিবেশনা চলে রাত বারোটা পর্যন্ত। পাখিমাড়া গৌড় গবিন্দ রাধা কৃষ্ণ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি চিন্ময় সরকার জানান, এ বছর আতংকে ছিলাম কি হয়। কিন্তু বিগত সময়ের চেয়ে আরও জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করেছি। এ জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সদস্য দেবাশীষ সিকদার কালা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। তারা প্রতিদিন এসে খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে তাদের সাথে মতবিনিময় করেছি। তারা আমাদের ভাই। কলাপাড়া বিএনপির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, উপজেলার সবগুলো পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী নিয়জিত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ