
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: অধ্যক্ষ তাজুল ইসলামের মাতা সালেহা বেগম (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন বার্ধক্য জনিত সমস্যায় ভোগছিলেন।মরহুমা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর গ্রামের মৃত সফর আলীর স্ত্রী। তিনি শনিবার বেলা ১১.৪৫ মিনিটের দিকে মারা যান। বেলা সাড়ে চার’টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সস্পন্ন হয়।মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।উল্লেখ্য মাওলানা তাজুল ইসলাম বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ। মরহুমার নামাজে জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন।