
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হত্যাসহ ১৮টি মামলার আসামি কুখ্যাত মনেক ডাকাত ওরফে মনেইক্কা ডাকাত ও তার সহযোগী মো. সুমনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। শুক্রবার (১২/১০/২৪) দিবাগত রাত সাড়ে তিনটাই বড়িকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নুরজাহানপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের ৪৭ নং বাসা থেকে তাকে গ্রেফতার করে। এসআই (নিঃ) নিজাম উদ্দিন, এসআই (নিঃ) মোঃ শামীম ভূইয়া, এসআই (নিঃ) কামাল উদ্দিন মজুমদার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য এর আগেও নুরজাহানপুর গ্রাম থেকে নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরতে গেলে মনেক ডাকাত ও তার সহযোগীরা নবীনগর থানা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুটতে পালিয়ে যেতে সক্ষম হয়। ওই অভিযানে নবীনগর থানার এসআই মহিউদ্দিন ও এসআই রনি সুরে রানা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলো।
মনেক ডাকাত নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে।তার সহযোগী বাড়াইল গ্রামের কালা মিয়ার ছেলে মো. সুমন(১৮)।
এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,কুখ্যাত মনেক ডাকাতের নামে হত্যা, ডাকাতি, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধারায় ১৮ টি মামলা রয়েছে। ডাকাতদের কাছ থেকে ০১ টি ছোড়া, নগদ ৪০,০০০/-টাকা, একটি মোটরসাইকেল, ০৪ টি মোবাইল সেট জব্দ করে নবীনগর থানা পুলিশ। নবীনগর থানার মামলা নং-১৮, তারিখ-১২/১০/২৪, ধারা-৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।