
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে নোয়াখালীর হাতিয়া উপজেলায় মন্দির পরিদর্শন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্রগ্রাম সমন্বয়ক তানভীর শরীফ বলেন- সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বসবাস করতে চাই। কোন রকম ধর্মীয় সহিংসতা চাই না। সকলের প্রচেষ্টায় নতুন বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি।
তাই আমরা সকলে মিলে মিশে নতুন ভাবে বাংলাদেশ গড়তে চাই।
গতকাল শুক্রবার হাতিয়া উপজেলার কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্নয়ক আব্দুল হান্নান মাসুদের নির্দেশে চট্রগ্রামের সমন্নয়ক তানভীর শরীফ সহ একটি প্রতিনিধি দল হাতিয়ার বেশ কয়েকটি পুজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মিল্টন চাকমা ও হাতিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।