
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সরাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১২ অক্টোবর) রাতে উপজেলার অরুয়াইল, চুন্টা ও সরাইল সদর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনার অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামাম লস্কর তপুর নেতৃত্ব্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডিএম দুলাল), অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, চুন্টা ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক সেলিম মিয়া, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম মানিক মাস্টার, কাসেম মিয়া, আতিকুর রহমান শোয়েব, সালা উদ্দিন বিপ্লব, দেলোয়ার হোসেন মিন্টু, নজরুল ইসলাম, হোসেন মিয়া, সেলিম মিয়া, মিজান মিয়া, জিন্নত আলী, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, যুবদল নেতা তানভির আহমেদ শিহান, শ্রমিক দল নেতা শাহ আলম, জাসাস নেতা সৈয়দ জাকিরুল ইসলাম, ছাত্রদল নেতা মির ওয়ালিদসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।