
মোঃ আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকাল ১০ টার দিকে শ্রীনগর ও সিরাজদিখানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে তিনি বলেন,প্রশাসন এবারের পূজায় আন্তরিক ভাবে দায়িত্ব পালন করছে। আগের পূজায় ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। সরকার এবার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রীনগর উপজেলার অনন্তদেব মন্দির,হাঁসাড়া ইউনিয়নের পালের বাড়ি মন্দির ও সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া দূর্গা মন্দিরের পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন,সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সী,সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন মোদক প্রমুখ।