
মোঃ আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা শাখার কর্মী, সুধী ও সহযোগীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই অক্টোবর) সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত তাহমিদ কমিউনিটি সেন্টারে শ্রীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা শাখা’র আমীর টি এম বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মোল্লা সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আ.জ.ম.রুহুল কুদ্দুস। মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা এ.কে.এম. ফখরুদ্দীন রাজী। বীরতার ইউনিয়ন সেক্রেটারি জাকির লস্করসহ ওলামা বিভাগ সভাপতি ও শিবিরের সভাপতি ও সেক্রেটারি। বিভিন্ন স্থান থেকে আগত কর্মী, সুধী ও সহযোগিবৃন্দ।