
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত । গুরুতর আহত হয়েছে আরও ১০ যাত্রী।
শুক্রবার বিকাল ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক সুমন মিয়া (৩০) নরসিংদীর শিবপুর উপজেলার নদীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আহত বাসযাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিতালি বাস জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুছড়ে যায় । এর মধ্যে চালক সুমন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাস ও ট্রাক গাড়ি দুইটি পু্লিশ জব্দ করেছে।