
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের গো-হাটির
রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।◌্উ্দ্বধন
করেন, উপজেলা র্নিবাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের হাট- বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এ রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়। পথচারীদের জন র্দুভোগ নিরসনে রানীগঞ্জ গরুর হাটের র্পূব – পশ্চিম র্পাশ্বের রাস্তার ঢালাইয়ের কাজ করা হচ্ছে।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য মো. আইনুল ইসলাম,মো.গোলাম রব্বানী, মন্জুর রহহমান, সাংবাদিক মাহাতাব উদ্দিন আল-মাহমুদসহ অনেকে।মাহতাব উদ্দিন আল মাহমুদ