
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৪৪ নং হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার হলরুমে ও মাঠ প্রাঙ্গণেকমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) এর উদ্যোগে দুই দিনব্যাপী ১৪ ও ১৫ ই নভেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার সকাল ১১ ঘটিকায় নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ বিষয়ক র্কমশালা আয়োজন করা হয়। উক্ত র্কমশালা প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ নং হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এর প্রধান শিক্ষক অঞ্জনা রানী উক্ত র্কমশালাটি দুইটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম দিন প্রথম সেশন প্রধান অতিথি অঞ্জনা রানী তার বক্তবে বলেন নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা সর্ম্পকে আলোচনা করেন তারই ধারাবাহিকতায় তিনি বলেন বাংলাদেশে অধিকাংশ জায়গায় নারীরা তাদের যোগ্যতা র্অজন করে নিয়েছে এতে করে আমাদের কেই এগিয়ে আসতে হবে। দ্বিতীয় সেশনে স্কুল মাঠ প্রাঙ্গনে অগ্নি বিষয়ক মহরার আয়োজন করা হয়।
দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার এর সহকারী শিক্ষক মাধবী রানী দ্বিতীয় দিনে দুটি সেশনে প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত হয়। প্রথম স্টেশনে প্রধান অতিথি তার বক্তবে বলেন ( সি আই এস ) প্রশিক্ষণ এর মাধ্যমে গ্রামের নারীদেরকে তাদের কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবে।দ্বিতীয় সেশনে প্রতিষ্ঠানের মাঠ পাঙ্গনে অগ্নি বিষয়ক মহরা ও পানিতে ডোবা মানুষকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য সেবা সর্ম্পকে ধারণা দেয়া হয়। দুই দিন প্রশিক্ষণ র্কমশালা আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ
সোসাইটি (সি আই এস) গলাচিপার সকল কমর্কতা, ডাকুয়া ইউনিয়নের মহিলা মেম্বার (সি আই এস) স্থানীয় ভলেন্টিয়ার সহ স্থানীয় সাধারণ মানুষ ।