
স্টাফ রিপোর্টার :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার সকালে উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, খোলাবাড়িয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মমিন হোসেন ও ক্ষুদ্র বিশা এলাকার সাদেক আলীর ছেলে আবু রায়হান। আহতদের মধ্যে সেন্টু ও মকবুলকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হাতিরবিলে শামুক তুলতে গিয়েছিলেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,হালতিবিলের বিশা ও খোলাবাড়িয়া এলাকায় নৌকা নিয়ে ৫ জন শামুক তুলতে গিয়েছিলেন। এ সময় নৌকার ওপর বজ্রপাতে ঘটনাস্থলে আবু রায়হানের মৃত্যু হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমিন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সেন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মকবুলকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গিয়াছে।