মো. সফর মিয়া, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দায়ের করা এক বিস্ফোরক মামলায় মো. সোহরাব শেখ তামিম ওরফে ছোটন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তামিম রাজধানীর হাতিরঝিল থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের হাতিরঝিল থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহারপাড় গ্রামের বাসিন্দা। তার পিতা-মাতা দুজনেই মৃত—গোলাম রব্বানী এবং আছমতারা বেগম।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তামিমের বিরুদ্ধে ২০২৪ সালের ১৩ নভেম্বর নবীনগর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয় (এফআইআর নং-১৯)। মামলাটি দ্য পেনাল কোড ১৮৬০–এর ১৪৩/১৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৪৩৬/৩৮০/১১৪/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় রুজু করা হয়েছে। জিআর কেস নম্বর ২৮৪/২০২৪ অনুযায়ী, ঘটনার সময় ছিল ওই দিন দুপুর ১টা ৪০ মিনিট।
ওসি আরও জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।