আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এক ভয়বহ অগ্নিকান্ডে খাঁন কটন মিল নামে একটি তুলার মিল ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন আয়ত্বে আসে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার সময় উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে বৈদ্যুতিক শর্ট সর্টসার্কিট থেকে খাঁন কটন মিলে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের
মধ্যে আগুনের লেলিহান শিক্ষা ছড়িয়ে পড়লে পুরো তুলার মিলটি পুরে ভস্মিভূত হয়। আমতলী উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মিলের লক্ষ লক্ষ টাকা মূল্যের মেশিন. তুলা, কাচামালসহ বিভিন্ন সামগ্রী পুরে ছাই হয়ে যায়।
মিলের মালিক হামিম খান জানান, অগ্নিকান্ডের ফলে মেশিনপত্র ও তুলাসহ কাচামাল পুরে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হই। তিনি আরো বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা
হবে।