ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ফুলবাড়ী উপজেলার আলাদীপুর মাঠে প্রতিপক্ষরা ৪বিঘা জমির ধান ক্ষেতে বিষ প্রয়োগ

মোঃ আশরাফুল আলম দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নে ক্রয়কৃত সম্পত্তিতে প্রতিপক্ষরা আমন ধান ক্ষেতে বিষ প্রয়োগ এতে প্রায় ১লক্ষ টাকার ক্ষতিসাধান হয়। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নরে উত্তর রঘুনাথপুর গ্রামে মোঃ সাইদুর ইসলামের অভিযোগে জানা যায়, ফুলবাড়ী উপজেলার রাজারামপুর গ্রামের মৃত্যু হবিবর রহমানের কন্যা মোছাঃ জহুরা আক্তার পপির নিকট থেকে ২০২২ইং সালে উক্ত জমি তার স্ত্রী নুরেছা বেগম এর নামে ক্রয় করে ভোগ দখল করে আসছে। গত বছর উক্ত জমিতে সরিষা চাষাবাদ করলে সেই সরিষা ক্ষেত প্রতিপক্ষ রাজারামপুর গ্রামের নুরুন্নবী চৌধুরীর পুত্র মোঃ মাসুদুর রহমান গংরা ট্রাক্টার দিয়ে চাষ করে ক্ষেত নষ্ট করে ফেলেন। এই ঘটনায় মোঃ সাইদুর ইসলাম দিনাজপুর সহকারী জজ আদালতে ৬ জনকে আসামী করে ২০২৩ইং সালে একটি মামলা দায়ের করেন। বর্তমান মামলাটি দিনাজপুর সহকারী জজ আদালতে চলমান রয়েছে। চলতি বছর ঐ জমিতে আমন ধান চাষ করা হয় এবং আমন ধান বের হয় সেই সময় প্রতিপক্ষরা গত মঙ্গলবার গভীর রাতে ঘাসমারা বিষ প্রয়োগ করে ৪ বিঘা জমির ধান নষ্ট করে দেন। এই ঘটনায় আলাদীপুর ইউপির চেয়ারম্যান নাসমুস সাকির বাবলু বলেন, আমার পিতা জমির কাগজপত্র পর্যালোচনা করে প্রকৃত জমির মালিক মোছাঃ জহুরা আক্তার পপির নিকট থেকে আমার মা মোছাঃ নুরেছা বেগমের নামে ক্রয় করেন এবং সেই কাল থেকে ভোগ দখল করে আসছে। উক্ত জমির মালিকানা দাবী করেন প্রতিপক্ষ মাসুদুর রহমান গং। কিন্তু কাগজ পত্রে তারা ঐ জমির কোন অংশীদান নয়। বরং প্রকৃত মালিক মোছাঃ জহুরা আক্তার পপি। এই ঘটনায় মোঃ সাইদুর ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় গতকাল বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করেন। আলাদীপুর গ্রামের বিমল রায় ও শ্রী নি¤িœ জানান, এই জমির মালিক আলাদীপুর ইউনিয়নের মোঃ সাইদুর ইসলাম এর স্ত্রী মোছাঃ নুরেছা বেগম। কিন্তু প্রতিপক্ষরা বার বার তাদের ফসল নষ্ট করছে। এ ব্যাপারে জমির মালিক আইন গত ব্যবস্থা নিবেন বলে জানান।

শেয়ার করুনঃ