ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

মানিকগঞ্জ জেলা হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আবার ও অনলাইনে ভাইরাল 

মানিকগঞ্জ প্রতিনিধি:

জেলায় ৬ মাসের মধ্যে ২ দফায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়েছে। এর আগে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের নিয়োগের বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে দৈনিক প্রথম আলোর লোগোও যুক্ত করে দেওয়া হয়েছিল। এবার অক্টোবর মাসের প্রথম দিকে আবার একই কায়দায় হসপিটালের নিয়োগের বিজ্ঞপ্তি ছড়িয়েছে। দৈনিক নয়া দিগন্ত পএিকার লোগো যুক্ত করে দেওয়া হয়। ফেসবুকে ‘হাসপাল কতৃপক্ষ’ নামের একটি আইডি থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়োগের বিজ্ঞপ্তিটি বিভিন্ন গ্রুপে প্রকাশ করা হয়। মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এতে একটি চক্র অসৎ উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সুপার এডিট করে একটি জাতীয় দৈনিকের লোগো বসিয়ে দেয়।পরে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে জেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নামে ছড়িয়ে পড়া ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সাম্প্রতিককালে মানিকগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতারক চক্র একটি জাতীয় দৈনিকের লোগো ব্যবহার করে এই বিজ্ঞপ্তিটি সাজিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করছে।

এই বিজ্ঞপ্তিটি মানিকগঞ্জ এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রচার হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে না জেনে নিজের ওয়ালে শেয়ার করেছেন। প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে যা উল্লেখ করা হয়েছে তা হলো: বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩৫ বছরের মাঝে হতে হবে এবং সে সকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ বিজ্ঞপ্তির ছবি প্রচার হয়েছে।বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে ৬টি পদে লোকবল নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। তবে পদগুলোতে কতজন নিয়োগ করা হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

দৈনিক সংবাদ সারাবেলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধির অনুসন্ধানে জানা গেছে, জাতীয় দৈনিক নয়া দিগন্তর লোগো সম্বলিত প্রচারিত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিটি নয়া দিগন্ত বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি । আর্থিক প্রতারণার উদ্দেশ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মানিকগঞ্জ সদর হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে।
এর আগে এই একই ধরনের একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হয়। এই বিষয়ে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় হিসেবে ২ অক্টোবর, ২০২৪ উল্লেখ রয়েছে এবং ছবির উপরে নয়া দিগন্তর লোগো দেওয়া আছে।যে আইডি থেকে পোস্ট কারা হয়েছে সেই আইডির নাম স্বাস্থ্য অধিদপ্তর ও হসপিটাল কতৃপক্ষ। আর প্রোফাইলে ডেজিগনেশন দেওয়া উপ-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার লোগো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে ৬টি পদে লোকবল নিয়োগের কথা লেখা রয়েছে। এছাড়া যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবর ২০২৪ ইং সকাল ১১ টা’র মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে sadarhospital765dghs@gmail.com মেইল করতে বলা হয়েছে। পরে এ বিষয়ে অনুসন্ধানে নিয়োগ বিজ্ঞপ্তিটি নয়া দিগন্তর এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা জানতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রকাশিত নয়া দিগন্তর প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে দৈনিক সংবাদ সারাবেলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি । তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি। সুতরাং বলা চলে মানিকগঞ্জ সদর হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে যে নয়া দিগন্তর লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে সেটা বানোয়াট।

ভুয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাসেবি/প্রশা ১/এডি/২সি/১৪/৯৬-১৩০০, তারিখ ২ অক্টোবর ২০২৪ খ্রি: মূলে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ -রাজস্ব খাতে (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে (বাংলাদেশের নাগরিক) নিকট হতে শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে জি-মেইলের মাধ্যমে এই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরাসরি কোনো আবেদনই গ্রহণযোগ্য নয়।এমন চটকদার বিজ্ঞাপন দেখে মুর্হুতেই হুমড়ি খেয়ে পড়ে মানিকগঞ্জের চাকুরী প্রত্যাশী অনেকেই। তবে চাকুরি পাওয়ার আবেদনকারীদের নিকট মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে চাকুরি ফি বাবদ অর্থ চাওয়া হয়। সংশ্লিষ্টরা এ বিষয়ে তেমন তদারকি না করায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চক্রটি বলে জানান, ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর ) বিকেল থেকে ভুয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাইরাল হতে থাকে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃমকছেদুল মোমিন।

এসব ভুয়া বিজ্ঞপ্তিতে যাতে কেউ প্রতারিত না হন সে ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কারীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মানিকগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে।

বার বার কেনো মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিঞ্জপ্তি প্রকাশ করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিকগঞ্জ জেলায় শুধু নয়। এই চক্র বাংলাদেশর বিভিন্ন জেলা বা উপজেলার যে সকল সরকারি হসপিটাল আছে। সে সকল প্রতিষ্ঠানের নাম দিয়ে ও দেশের সুনামধন্য কোনো পএিকার লোগো ব্যবহার করে প্রতারণা করছে। আমরা সাধারন মানুষ কে সচেতন করতে নানা রকম পরামর্শ দিচ্ছি।

তবে, সামাজিক যোগযোগ মাধ্যমে জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে হাসপাতাল সংশ্লিষ্ট কেউ জড়িত কিনা তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। অভিযোগ আছে ইতোপূর্বেও স্থায়ীভাবে জনবল নিয়োগ নিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ গণমাধ্যমে আসে।

উল্লেখ্য, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় শুধু নামসর্বস্ব প্রতিষ্ঠানের ব্যানারেই যে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, তা নয়। আজকাল নামি প্রতিষ্ঠানের নামও ব্যবহার করছে ভুয়া বিজ্ঞপ্তিদাতারা। এমনকি প্রথম সারির পত্রিকায়ও বিজ্ঞাপন দেওয়ার সাহস করছে। শুধু তা-ই নয়, টার্গেট করা প্রতিষ্ঠানের আদলে ওয়েবসাইট তৈরি করেও বোকা বানাচ্ছে প্রার্থীদের।

টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের নামে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি ছেপে কয়েক শ প্রার্থীর কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সম্প্রতি গণমাধ্যমে এসেছে। এ ছাড়া সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে প্রার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার খবরও প্রায়ই আসছে গণমাধ্যমে।

শেয়ার করুনঃ