
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও দূর্গাপূজায় ফরিদপুর বেসরকারি উন্নয়ন সংস্থা এফডি এর আয়োজন অতিদরিদ্র দুঃস্থ একশত পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় এফডিএ টেপুরাকান্দী নিজস্ব কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এফডিএ এর নির্বাহী পরিচালক মোঃ আবু ছাহের আলম, উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, পরিচালক আতিকুল ইসলাম,সহ সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।j