
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গতো ৮ অক্টোবর দুপুরে পরিষদ কার্যালয়ে ১২নং কঞ্চিবাড়ি ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার আলম সরকার আর্থিক অনুদান ও দুস্থ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।
এসময় প্যানেল চেয়ারম্যান তাজরুল ইসলাম, মেম্বার আঃ কুদ্দুস, উপজেলা সহকারী কৃষিকর্মকর্তা হিমাংশু কুমার মিলন সহ আরও অনেকে উপস্হিত ছিলেন।
দুবারের সফল চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।