
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),নূর-ই-আলম সিদ্দিকী।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনে তিনি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরত পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এবং বিভিন্ন পূজা মণ্ডপের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন । এসময় মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম মেহেদী মাসুদসহ পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।