
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী (সা.) কে কটূক্তি করার প্রতিবাদে জেলা ইমাম পরিষদ পটুয়াখালী’র কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত কাল(৮ অক্টোবর) মঙ্গলবার, বাদ ঈশা বায়তুল মোকাররম জামে মসজিদ, মুসলিম পাড়া, পটুয়াখালীতে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদ পটুয়াখালী’র সভাপতি মাওঃ আবু সাঈদ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওঃ আঃ কাদের।
এসময় এ সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক বিশ্ব শান্তির অগ্রদূত, রহমাতুললিল আলামিন হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে গর্হিত ও ঘৃণিত বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করে গ্রেফতার ও মৃত্যুদন্ডের দাবি জানিয়েছেন।
একই সাথে বাংলাদেশ সরকারকে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা এবং ভারত সরকারকে চাপ দেয়া যেন, কুলাঙ্গার রামগিরি মহারাজ ও নিতেশ নারায়নকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও নিতেশ নারায়ণের জঘণ্যতম উস্কানি মূলক বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের কোনো হিন্দু পরিবার কিংবা মন্দিরে আক্রমণ করে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছে জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মাওঃ আবু বকর, হাফেজ আবু জাফর মোঃ তৈয়্যার, হাফেজ আব্দুল ওহাব, মাওঃ মোখলেছুর রহমান, মাওঃ বদরুল আমিন খান, মাওঃ মজিবুর রহমান, মাওঃ মোতাহার উদ্দিন, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ ফজলুর রহমান, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ মুতাছিম বিল্লাহ জুনাইদ, মাওঃ কাওছার আহমাদ, মাওঃ শামীম আহমাদ, হাফেজ মজিবুর রহমান, মাওঃ শহিদুল্লাহ প্রমুখ।