
আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ প্রকল্প বিলিয়নিয়ার প্রিন্সআলওয়ালিদ ও তার কিংডম হোল্ডিং কোম্পানির কাজ পুনরায় চালু করেছেন ।এর আগে গত ২০১৭ সালে রিয়াদেরিজ-কার্লটনে একটি দুর্নীতিবিরোধী অভিযানে আটক হন আলওয়ালিদ। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পেরকাজটি এ অভিযানের পর স্থগিত হয়ে পড়ে।
বিশ্বের সবচেয় উঁচু ভবন নির্মাণের প্রকল্পের কাজ পুনরায় শুরুর মাধ্যমে কাজে ফিরছেন সৌদি আরবের অন্যতমধনী বিজনেস টাইকুন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল।
এই সপ্তাহে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। ১,০০০ মিটারেরও বেশি উচ্চতাসম্পন্ন এই টাওয়ারটিদুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে যাওয়া এ টাওয়ারটিরকাজ ২০২৮ সালে শেষ হবে বলে আশা করছেন ।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ এ সপ্তাহে একটি ভিডিও বার্তায় প্রিন্স আলওয়ালিদ জানান, “আমরাফিরেছি।” সেখানে তাকে তার ট্রেডমার্ক স্টাইল অ্যাভিয়েটর সানগ্লাস পরা অবস্থায় সাইট পরিদর্শন করতে দেখাগেছে ।জেদ্দা টাওয়ার প্রিন্স আলওয়ালিদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর একটি। তিনি রিয়েল এস্টেট ওব্যাংকিংয়ের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। পরে তিনি ডিজনি ও অ্যাপলের মতো কোম্পানিতে শেয়ার কিনেনিজের একটি বৈশ্বিক পরিচিতি তৈরি করেছিলেন।কিন্তু ২০১৭ সালে ক্রাউন প্রিন্সের ক্ষমতায় আসার সময় দুর্নীতিবিরোধী অভিযানে ধরা পড়েন প্রিন্স আলওয়ালিদএবং টাওয়ার প্রকল্পের অংশীদার ও প্রধান ঠিকাদার সৌদি বিনলাদিন গ্রুপের সিনিয়র কর্মকর্তারা।
প্রিন্স আলওয়ালিদ দুই মাসেরও বেশি সময় আটক ছিলেন। তিনি ‘গোপন চুক্তির’ মাধ্যমে মুক্তি পান। এরপর তিনিবেশ কয়েকটি চুক্তি করেছেন। এর মধ্যে সিটিব্যাংকে বিনিয়োগ উল্লেখযোগ্য।
কিংডম হোল্ডিংয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান এই সপ্তাহে সৌদি বিনলাদিন গ্রুপের সাথে ৭.২ বিলিয়ন সৌদিরিয়াল (১.৯ বিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আর এর মাধ্যমেই টাওয়ার নির্মাণ কাজ পুনরায়শুরু হয়েছে।