
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুুয়াখালীর কলাপাড়ায় অভাব-অনটন এবং পারিবারিক কলহের জের ধরে মো.শান্ত (২০) নামে এক দিন মজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মংগলবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী আবাসনে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো.নিজাম হাওলাদারের ছেলে। পুলিশ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে লাশটি উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসে। কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের অভাব-অনটন এবং পারিবারিক কলহর কারনে সে স্ত্রীর ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। সে অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল, এলাকার অনেকের কাছ থেকে এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।