
আজ ০৮/১০/২৪ মঙ্গলবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে, রাইটস যশোরের আয়োজনে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় মাদারীপুর সদরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে রেলি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে রেলির আয়োজন করা হয়, এরপর সকলের অংশগ্রহণে বাল্য বিবাহ,মানব পাচার নিয়ে আলোচনা, মত প্রকাশে কন্যা শিশুর স্বাধীনতা না থাকাই বাল্যবিবাহের অন্যতম কারণ,এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও সবশেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, সরদার আব্দুল হামিদ, বিশেষ অতিথি অবিভাবক সদস্য আঃ মান্নান ফরাজি, দাতা সদস্য মোঃ শফিউর রহমান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মোঃ বায়জীদ মিয়া এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল মামুন।