সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকেট কালোবাজারির দায়ে বিশেষ ক্ষমতা আইনে আঃ হেকিম এবং ডাকাতি মামলায় আল আমিন কে আটক করেছে যৌথবাহিনী আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে আঃ হেকিম মিয়া (৩৮) কে আটক করা হয়েছে। হেকিম অত্র পৌরসভার নারায়নপুর গ্রামের আঃ রহিম মিয়ার পুত্র। এর আগে মুরাদ নামে এক কালোবাজারী আটক হওয়ার পর তার তথ্যের ভিত্তিতে তদন্তের পর আঃ হেকিম কে আটক করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে।
অন্যদিকে ডাকাতি মামলায় মো. আল আমিন ( ৩৬) নামে এক যুবক কে আটক করা হয়েছে। আটক আল আমিন অত্র পৌরসভার দেবগ্রামের(বাগানবাড়ী) আঃ সাত্তার মিয়ার পুত্র। আটক আল-আমীনের বিরুদ্ধে আখাউড়া থানার মামলা নং-২৩/১৮০, তাং-২৪/০৯/২০২৪ ইং, ধারা-৩৯৪ পেনাল কোডে আদালতে মামলা রয়েছে। উক্ত আসামিদের আটকের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসিম বলেন তাদের কে আদালতে প্রেরন করা হয়েছে।