
নুরুল আমিন ভূইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক :
অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা মো. ইসমাইল হোসেন নামে এক ছাত্র নিহত হয়েছেন।
রবিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০ টার দিকে সিডনি শহরের ব্যস্ততম সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায় নিহত মো. ইসমাইল হোসেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার আমানত উল্লাহর ছেলে।
এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে নিহত ইসমাইল হোসেনের চাচাতো ভাই শরীফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ইসমাইল তার ঢাকার মিরপুরের এক বন্ধুকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছাকাছি বাসার সামনে ড্রাইভিং চালানো শিখছিলেন। এ সময় বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। এ সময়ে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ইসমাইলকে চাপা দিলে। এতে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেন ।
এ বিষয়ে তিনি আরও বলেন, নিহত ইসমাইল প্রায় এক বছর আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইউটিসি বিশ্ববিদ্যালয় ও টেকনোলোজিতে যান। এরপর দেশে এসে দেড় মাস আগে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় যান। সজনরা এই প্রতিবেদকে জানান তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।