
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য ও অনিয়ম বিরোধী নাগরিক সমাজ মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক, অনিয়ম বিরোধী, সিন্ডিকেট মুক্ত, সমতা ভিত্তিক একটি অরাজনৈতিক সামাজিক সংঘঠন সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎতে নেতৃবৃন্দরা সোমবার ০৭/১০/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলমএর নিকট অনিয়ম ও জনদুর্ভোগের বিষয় লিখিত আকারে অবহিত করা হয়।
এতে বলা হয ইন্ডিয়ান কোম্পানীর দ্বারা ০৪ লেন রাস্তার কাজ যান চলাচলের জন্য উপযোগী করার দায়িত্ব আপাতত সড়ক ও জনপথ বিভাগকে দেওয়ার জন্য।
শহরের সড়ক ও জনপথ বিভাগের রাস্তার মেরামতের দারিত্বরত ঠিকাদার মস্তো মিয়াকে দিয়ে অতি দ্রুত করা জন্য।
পৌর শহরের ভিতর রাস্তা গুলি পাথর ও বালি দ্বারা মেকাডমের মাধ্যমে মেরামত করার জন্য
পৌরসভাকে নির্দেশনা প্রদান করার।
পৌরসভার যানযট ও পরিষ্কার পরিচ্ছনতার ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে অবহিত করার জন্য অনুমতি পাওয়ার জন্য। রাস্তার পাশে অবৈধ দখল উচ্ছেদ করার।
দ্রব্য মূল্য নিয়ন্ত্রনের জন্য ও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার। সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণ ও দালাল মুক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করার জন্য। টাউন খাল শহরের অংশে পরিষ্কার ও সৌন্দর্য বর্ধন করার জন্য অনুরোধ করেন নেতৃবৃন্দরা।
এসময় জেলা প্রশাসক আন্তরিকভাবে সকল বিষয়ের উপর সমাধানের জন্য আশ্বস্ত করেন এসম বৈষম্য অনিয়ম বিরোধী নাগরিক সমাজ জেলা প্রশাসকের ভাল কর্মকাণ্ড সহযোগিতা করবেন বলে আশ্বাস করেন।এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কালাম নাঈম, ওমর ফারুক জুননুন সাধারণ সম্পাদক, আদিত্য কামাল সাংগঠনিক সম্পাদক,,কহিনূর আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, সোহেল সরকার,কৃষি বিষয়ক সম্পাদক,