
মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে ময়লা আবর্জনা, সড়ক ভাঙ্গা, সড়কের মাঝখান সহ আশেপাশে গর্ত পরিনিত হওয়া,সেই রাস্তাগুলো মেরামতের কাজ করছেন যুবদলের নেতাকর্মীরা।আজ সোমবার ফরিদপুর সদর টেপাখোলা সুমন সুইট থেকে লালের মোড় পর্যন্ত রাস্তার মেরামতের কাজে উপস্থিত ছিলেন,ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সংগঠনের নেত্রীবুন্দ।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবদলের নেতা বেনজির আহমেদ তাবরীজ জানায়,অনেক দিন ধরে এক আঁধারে অনবরত বৃষ্টি হওয়ার কারণে প্রধান সড়ক থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মাঝখান সহ আশেপাশে গর্তে পরিনিত হয়েছে। পাশাপাশি একটি রাস্তার যে পরিমান কাজ হওয়া উচিত সেই পরিমান কাজ না হওয়ায় রাস্তার ফাটল ধরে ভেঙ্গে পড়ছে। এর কারনে যেকোন সময় ছোট বড় যানবাহন বড় কোন দুর্ঘটনা শিকার হতে পারে। সেই চিন্তা করেই আমরা এই কাজের উদ্যেগ নিয়েছি। তাছাড়া রাস্তার পড়ে থাকা ময়লা আবর্জনা,পানি জমে থাকা পরিস্কার করা সহ জনসাধারণকে সচেতন মূলক কাজ করা হচ্ছে।