ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক

১০ ম গ্রেড দাবীতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের পটুয়াখালীতে পুর্ন দিবস কর্মবিরতি

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লামা-ইন- ইঞ্জিনিয়ারিং ( সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/ সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের পুর্নদিবস কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচী শুরু হয়েছে। জানা গেছে,
৭ অক্টোবর সোমবার জেলা প্রশাসক কার্যালয় ভবনের নীচতলায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ,পটুয়াখালীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। আরও জানা গেছে, চাকুরীক্ষেত্রে সার্ভেয়ার, সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে কেন্দ্রীয় ঘোষিত ৭ অক্টোবর হতে অনির্দিস্ট কালের জন্য ( দাবী না মানা পর্যন্ত) পূর্নদিবস কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচী শুরু করেছে আন্দোলনকারী বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র- পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যবৃন্দরা।এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূমি অধিগ্রহন (এলএ) শাখার সার্ভেয়া মো. আরিফুল হক খোকন, সার্ভেয়ার মো.আসাদুর রহমান, ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো.সাদ্দাম হোসেন, সার্ভেয়ার মো. মজিবুর রহমান, সার্ভেয়ার মো. নজরুল ইসলাম, সার্ভেয়ার আনিচুর রহমান, সার্ভেয়ার মো. ফারুক হোসেন প্রমুখ।এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার বিশ্বজিৎ, সার্ভেয়ার মরিয়ম, সার্ভেয়ার খাইরুল হাসান, সার্ভেয়ার( বেপজা) মো. রফিকুল ইসলাম, সার্ভেয়ার ( সড়ক) মো. নাজমুল হুদা সহ অন্যান্য সার্ভেয়ারগন। এসময় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন শেষে ২০১৮ সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদ সমূহকে ২য় শ্রেনীর মর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করনের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ( সার্ভয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ ম গ্রেডে উন্নীত করার জন্য অর্ন্তবর্তীকালিন সরকারের কাছে জোরদাবী জানান বক্তারা। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলেও হুশিয়ারি দেন তারা। প্রসঙ্গত: ৭ অক্টোবর সোমবার তাদের এ কর্মসূচি সকালে অফিস খোলার সময় থেকে এদিন বিকালে অফিস বন্ধ হওয়া পর্যন্ত চলে।

শেয়ার করুনঃ