
আমতলী(বরগুনা)প্রতিনিধি ঃ ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থীদের শহীদ আবরার ফাহাদ .এর ৫মশাহাদাৎ বার্ষিকী স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী সরকারী কলেজা শাখা। সোমবার বেলা ১১ টায় আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খানের সভাপতিত্বে মৌন মিছিল সরকারী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে স্মরন সভার মধ্যে দিয়ে শেষ হয় । স্মরন সভায় বক্তব্য রাখেন সরকারী কলেজ ছাত্রদল নেতা মুশফিকুর রশিদ হিরা,রাকিব মৃধা,মোহাম্মদ রাহাত,আরাফাত ইসলাম আমি.আরিফ হাওলাদার,তানভীর আহমেদ লিখন,বায়েজিদ ,বেল্লাল মৃধাসহ ছাত্রদল নেতৃবৃন্দ । এসময় ছাত্রদলের সরকারী কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।