
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলার সদর ভবানীগঞ্জ নিজস্ব প্রেসক্লাব কার্যলয়ে এক সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ আকবর আলীকে আহবায়ক, ক যুগ্ম আহবায়ক ও আব্দুল মতিনকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট এক মাস দশ দিনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটি ঘোষনার
সময় উপস্থিত ছিলেন,বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন,সাবেক সভাপতি আলতাফ হোসেন, ইউসুফ আলী সরকার, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান,প্রিন্স,মোমিনুল হক সবুজ, আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম, এস.এম.সামসুজ্জোহা মামুন, হাবিব আহমেদ, শামীম রেজা,আনোয়ার হোসেন বাবু, রতন কুমার,ফারুক আহম্মেদ প্রমুখ।