গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে আকা হয়েছিল চোখ জোড়ানো ইতিহাসকে চিরজীবী করে রাখার জন্য জুলাই গ্রাফিতি। এ গ্রাফিতি গুলো ছিল চোখ জুড়ানো—শিল্প, সচেতনতা আর শহুরে রুচির ছাপ। এখন সেই দেয়ালে পেরেক ঠুকে একের পর এক রাজনৈতিক পোস্টার লাগানো হচ্ছে। তাও আবার পোস্টার গুলো গ্রাফিতির উপরে।
।
কে কত বড় নেতা, কে কার লবিং এর নেতা, কে পোস্টার লাগাতে কার পোস্টারের আগে—এই প্রতিযোগিতায় পৌরসভার শিল্পবোধ গেল তলিয়ে। গ্রাফিতিগুলো গিলছে পোস্টারের রঙচটা আগ্রাসন।
।
এই কি রাজনীতির রুচি ?
জুলাইয়ের গ্রাফিতির মুখে পোস্টারের চপেটাঘাত বন্ধ হোক।
দেয়াল হোক শিল্পীর, দেয়ালে রাজনীতি বন্ধ হোক, আ.লীগ থেকে শিক্ষা নিন। কর্মের রাজনীতি করুন। মানুষের কল্যাণের জন্য রাজনীতি করুন। দয়া করে মানুষের সৌন্দর্য নষ্ট করা বন্ধ করুন।