
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী ডিসি কোর্টের সামনে এ দিবস পালনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় জুয়েল রানা, উপপরিচালক (উপসচিব),স্হানীয় সরকার, পটুয়াখালী ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ সাজেদুল ইসলাম সজল,অতিরিক্ত পুলিশ সুপার ( পটুয়াখালী সদর সার্কেল) ও উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পটুয়াখালী’র জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ খায়রুল ইসলাম মল্লিক। এছাড়াও এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ’র শিক্ষক মাহাবুব হোসেন ও শিক্ষার্থী তাইবুর রহমান এবং শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এ র্যালী ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন লাউকাঠী ইউপির চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন , কমলাপুর ইউপির চেয়ারম্যান মোঃ আবদুস ছালাম মৃধা, লোহালিয়া ইউপির চেয়ারম্যান মোঃ কবির হোসেন তালুকদার, মাদারবুনিয়া ইউপির চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মাসুম মৃধা ও ভূরিয়া ইউপির চেয়ারম্যান মোঃ রুবেল আহমেদ, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বড়াল, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি,পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন,জেলা ও উপজেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা -কর্মচারী, একাধিক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক বৃন্দরা। প্রসঙ্গত: জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪’র এবার প্রতিপাদ্য ছিল “জন্ম -মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন”। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত র্যালীতে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)যাদব সরকার ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার এবং জেলা সমাজ সেবা কার্যালয়, পটুয়াখালী’র উপ-পরিচালক শীলা রানী দাস ও স্হানীয় সরকার, পটুয়াখালী’র সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা।