
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার কলমাকান্দায় নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল। এতে করে বন্যার শঙ্কা রয়েছে।
আজ রবিবার (০৬ অক্টোবর ) সকালে উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । আজ সকালে কলমাকান্দায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭২ মিলিমিটার।
ভারী বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা উপজেলার মুন্সিপুর, বিশরপাশা, বাউশাম, চন্দ্র ডিঙ্গা, বরুয়াকোনা, রংছাতি পাকা সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।
এছাড়াও কলমাকান্দা সদরসহ লেঙ্গুড়া খারনৈ, রংছাতি নাজিরপুর, ইউনিয়নের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। তলিয়ে গেছে শতাধিক পুকুর, আউশ, রোপা,আমন ধান সহ বীজতলা। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা
অতি বর্ষণের কারণে উব্দাখালী নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও নদ , মহেষখলা নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলমাকান্দা সদরের সঙ্গে চারটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।