
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি।” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বেলা বারো’টায় (৬ অক্টোবর/ ২০২৪ ইং) উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের আয়োজন করে পিএফজি গ্রুপ বাগমারা উপজেলা শাখা।
জাতীয় পার্টির বাগমারা উপজেলা শাখার সভাপতি আবু তালেব প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়কারী নাজমুল হক মিনা, পিস ফ্যাসিলেটর মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ সহ আরও অনেকে।
সভায় মসজিদের ঈমাম, ধর্মীয় পুরোহিত, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংলাপে অংশগ্রহণ করেন।